বাংলাদেশ টাইমসঃ দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত জানিয়েছেন অতিশীঘ্রই দ্রুতবিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিশ্বজিৎ দাসের হত্যাকারীদের বিচারের কাজ শুরু হবে। রোববার বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে এক বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের আগে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন বিচারক নিয়োগ নিয়ে বিরোধীদলের ট্রাইব্যুনাল পুনর্গঠনের দাবি সম্পর্কে তিনি বলেন, “নতুন বিচারক নিয়োগ দেওয়া হলেও যুদ্ধাপরাধীদের বিচারকার্য যথাযথভাবেই সম্পন্ন হবে।” যুদ্ধাপরাধীদের বিচার ইস্যুতে কোনো সংলাপ হবে না উল্ল্যেখ করে সুরঞ্জিত জানান কোন সরকারের অধীনে নির্বাচন হবে তা নিয়ে সকল রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসা উচিত। এ সময় ঢাকা মহানগর পূজা কমিটির সভাপতি বাসুদেব ধর সহ কমিটির অন্যান্যরা মন্দির প্রাঙ্গনে উপস্থিত ছিলেন।