কে এম মিঠু, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুরে ‘আব্দুল হামিদ আলাউদ্দিন স্মৃতি বৃত্তি ২০১৬’ এর ফলাফল প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
প্লে শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত বৃত্তি পরীক্ষায় এবার গোপালপুর ও মধুপুর উপজেলার ২০টি স্কুলের ৬৫০ জন পরীক্ষার্থীদের মধ্যে ১৮ জন টেলেন্টপুল এবং প্রথম গ্রেড, দ্বিতীয় গ্রেড ও সাধারণ গ্রেডে ১০০ জন, মোট ১১৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
আব্দুল হামিদ আলাউদ্দিন মেমোরিয়াল ফাউন্ডেশন আয়োজিত আব্দুল হামিদ আলাউদ্দিন স্মৃতি বৃত্তি পরিক্ষা গত ১৮ ডিসেম্বর ২০১৬ রবিবার সকাল ১১টায় পৌরশহরের মেহেরুন্নেছা মহিলা কলেজে অনুষ্ঠিত হয়। সংগঠনটি ২০১২ সাল থেকে এ বৃত্তির আয়োজন করে আসছে।
ফাউন্ডেশনের পরিচালক ডাক্তার আসলামুল ইসলাম রুদ্র, উক্ত বৃত্তি পরীক্ষা গ্রহন থেকে শুরু করে ফলাফল প্রকাশ পর্যন্ত যে সকল সম্মানিত শিক্ষক, শুভাকাংখী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহযোগিতা দিয়েছেন, তাদের প্রত্যেককের প্রতি কৃতজ্ঞতাসহ আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
আব্দুল হামিদ আলাউদ্দিন ১৯৬৫ সালে মধুপুর উপজেলার বেলুটিয়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন। ১৯৮২ সালে গোপালপুর সূতী ভি এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও গোপালপুর কলেজ থেকে এইচএসসি পাস করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে অনার্স ও মাস্টার্স শেষ করে ভূমি মন্ত্রনালয়ের কর্মকতা হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষামূলক কাজে তিঁনি ছিলেন অগ্রগামী। ২০১২ সালের ১৪ নভেম্বর তিঁনি মৃত্যুবরন করেন।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩