নিজস্ব সংবাদদাতা : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের কাহেতা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে উত্যক্তকরণের অভিযোগে শামসুল আলম সুজন নামক এক বখাটেকে এক বছর বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিলরুবা শারমিন আজ মঙ্গলবার দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা বলে এ সাজা দেন। সুজন কাহেতা গ্রামের জামাল হোসেনের ছেলে।
অভিযোগে বলা হয়, বখাটে সুজন দীর্ঘ দিন ধরে ওই স্কুলের দশম শ্রেণীর এক যাত্রীকে স্কুলে যাতায়াতের পথে উত্যক্ত করে আসছিলো। আজ উত্যক্তকরণের সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩