চট্টগ্রামে পৃথক দূর্ঘটনায় দু’ব্যক্তি নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছে। শনিবার রাত ও রোববার সকালে এ সব দূর্ঘটনা ঘটে।
বন্দর থানার সহকারি পরিদর্শক গিয়াস উদ্দিন বাংলাদেশ টাইমসকে জানান, রোববার সকাল সাড়ে ৭টায় দ্রুতগামি ট্রাকের চাপায় সিইপিজেডের সামনে আহাদ আলী(৩০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়।
স্থানীয় পথচারিরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির হাবিলদার বাংলাদেশ টাইমসকে জানান ,নিহতের লাশ মর্গে রয়েছে।
দ্বিতীয় দূর্ঘটনাটিও ঘটে প্রায় একই সময়ে চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গরে। মালামাল লোড করার সময় লাইটারেজ জাহাজ একেএম শাহনেওয়াজ-০ এ ক্রেনের শিকলের সাথে জখম প্রাপ্ত হয় একই জাহাজের বাবুর্চি শাহাবুল(২৬)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির হাবিলদার পংকজ জানান,
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।
পতেঙ্গা থানার ডিউটি অফিসার এসআই মতিন বাংলাদেশ টাইমসকে জানান, নিহত ব্যক্তি ফরিদপুরের আলফা ডাঙ্গার জনৈক আবদুর রশিদের পুত্র। লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
তৃতীয় দুর্ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে ১২টায় আগ্রাবাদ লাকিপ্লাজার মোড়ে। একটি তেলবাহি ভাউচার(নোয়াখালি-ঢ-৪১০০৬) মোহাম্মদ রুবেল(৩০)নামে এক পথচারি যুবককে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির হাবিলদার পংকজ বাংলাদেশ টাইমসকে জানান, তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডবলমুরিং থানার ডিউটি অফিসার এ এসআই আলমগীর বাংলাদেশ টাইমসকে জানান,চালকসহ ঘাতক তেলবাহি ভাউচারটিকে আটক করা হয়েছে। রুবেল উত্তর আগ্রাবাদ রঙ্গীপাড়ার জনৈক আবদুল জলিলের পুত্র। তার গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন থানার গজারীতে ।
দূর্ঘটনার সময় উপস্থিত একজন পথচারি জানান,দূর্ঘটনার সময় গাড়ির একজন সহকারি তেলবাহি ভাউচারটি ড্রাইভ করছিলেন। ঘটনার ব্যাপারে রুবেলের বড়ভাই মনির বাদি হয়ে ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করেছেন।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩