কে এম মিঠু, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, থানা মার্কেট সংলগ্ন রাকিব ফোম হাউজের সত্বাধিকারী, গোপালপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিনের ছোট ভাই, পৌরশহরের ডুবাইল-গাংগাপাড়া গ্রামের বাসিন্দা ও গোপালপুর কাজীবাড়ী আবাসিক এলাকার অধিবাসী, গোপালপুরবাসীর ভালোবাসার মানুষ খন্দকার আব্দুল লতিফ জিন্নাহ’র প্রথম জানাযা নামাজ গতকাল বুধবার বাদ আসর স্থানীয় সূতী ভি এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এবং তাঁর গ্রামের বাড়ি গাংগাপাড়া ঈদ’গা মাঠ প্রাঙ্গনে বাদ মাগরিব দ্বিতীয় জানাযা নামাজ শেষে সামাজিক কবরস্থান গাংগাপাড়া গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, গতকাল ২৬ এপ্রিল বুধবার সকালে বুকে ব্যথা অনুভব তিঁনি নিজেই গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল আনুমানিক দশ ঘটিকায় আকস্মিক ভাবে আব্দুল লতিফ জিন্নাহ (৫০) মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্নাইলাহী রাজিউন)।
মৃত্যুকালে তিঁনি স্ত্রী, ১ ছেলে ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গোপালপুর শিল্প ও বণিক সমিতি, গোপালপুর পৌরসভা, সূতী ভি এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, নন্দনপুর রাধারাণী বালিকা উচ্চ বিদ্যালয়, ডুবাইল আদর্শ গণ উচ্চ বিদ্যালয়, ডুবাইল দাখিল মাদরাসা, গোপালপুরস্থ বিভিন্ন ব্যবসায়িক সংগঠন, কাজীবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি ও গোপালপুর থেকে প্রকাশিত মাসিক আঁচড় এবং গোপালপুর বার্তা ২৪ ডট কম তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক, সমবেদনা ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।