প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৭, ২০২৫, ১:১১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০১৭, ১:১৬ পূর্বাহ্ণ
গোপালপুরে জঙ্গীবাদ সন্ত্রাস ও মাদক বিরোধী মত বিনিময় সভা

কে এম মিঠু, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুরে জঙ্গীবাদ সন্ত্রাস ও মাদক বিরোধী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের সোনামুই বাজারে স্থানীয়দের আয়োজনে এ মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মো. মাহবুব আলম পিপিএম।
ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (টাঙ্গাইল) মো. আসলাম খান, গোপালপুর থানার ওসি হাসান আল মামুন।
আলোচনায় অংশ নেন, প্রভাষক মিজানুর রহমান তালুকদার, আনোয়ার হোসেন মেম্বার, কামরুল হাসান প্রমূখ।
মাদক, বাল্য বিয়ে ও ইভটিজিং নির্মূল এবং জঙ্গীমুক্ত দেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে যুবসমাজসহ সবাইকে কাজ করার জন্য অতিথিগণ আহ্বান জানান ও সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা এবং সকলের পাশে থেকে একযোগে কাজ করার ঘোষণা দেন।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩