নিজস্ব সংবাদদাতা : আবুল খায়ের স্টীল কোম্পানীর উদ্যোগে আজ ১২ এপ্রিল বুধবার সকালে গোপালপুর বাজারস্থ জহুরা প্লাজায় ‘গৃহ নির্মাণ কর্মশালা ২০১৭’ অনুষ্ঠিত হয়েছে।
আবুল খায়ের স্টীল এর মধুপুর ডিলার মেসার্স রুপালী টেডার্স এর আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন মেসার্স রুপালী টেডার্স এর সত্বাধিকারী মো. সেলিম আহম্মেদ। প্রধান অতিথি ছিলেন আবুল খায়ের স্টীল কোম্পানীর টাঙ্গাইল রিজিওন এরিয়া ইনচার্জ শিহাব উদ্দীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কোম্পানীর মধুপুর এরিয়ার সিনিয়র অফিসার মো. জসিম উদ্দীন, মার্কেটিং এক্সিকিউটিভ মো. রফিকুল ইসলাম, গোপালপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও মেসার্স সততা ট্রেডার্সের সত্বাধিকারী আলহাজ্ব মো. জালাল উদ্দীন, মেসার্স কবীর ট্রেডার্সের সত্বাধিকারী মো. হুমায়ুন কবীর, বিশিষ্ট ব্যবসায়ী মো. হাফিজ উদ্দীন, মো. নূর আলম ও সাংবাদিক সাইফুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় উপজেলার বিভিন্ন টিনের দোকান মালিক, গৃহ-নির্মাণ শ্রমিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩