কে এম মিঠু, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরের গোহাটা জামে মসজিদে গতকাল শুক্রবার বাদ আসর এক যৌতুক বিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কোনাবাড়ি বাজারস্থ মো. আব্দুল খালেক বিএসসি’র কন্যা জুলেখাতুল জান্নাত এর সাথে নন্দনপুর গ্রামের আব্দুস সালামের পুত্র মো. আমিনুল ইসলাম আরিফের শুভ বিবাহ হয়।
বরকে মসজিদে নিয়ে বিয়ে পড়ানোর পর উপস্থিত অতিথিদের মধ্যে খেজুর দিয়ে আপ্যায়ন করা হয়। বিয়েতে ধার্যকৃত পঞ্চাশ হাজার টাকা দেনমোহর নগদে পরিশোধও করা হয়। বর-কনে উভয়ই স্নাতকোত্তর ডিগ্রীধারী। বিয়ে পড়ান গোহাট জামে মসজিদের ইমাম হাফেজ মুফতি মাওলানা এমদাদুল্লাহ ফরায়েজী।
কনের বাবা মো. আব্দুল খালেক জানান, রাসুলুলুল্লাহ (সা.) এর যুগে যেভাবে বিবাহ অনুষ্ঠান হতো সে সুন্নতি পদ্ধতিতে মেয়ের বিয়ে দিতে এ আয়োজন করা হয়।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩