নিজস্ব সংবাদদাতা : টাঙ্গাইলের গোপালপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার সন্ধ্যায় গোপালপুর শাখা কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মোঃ শাহজাহান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন, অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল জলিল। কমিশনের উপজেলা সভাপতি এম আজমল খানের সঞ্চালনায় মানবাধিকার সম্পর্কিত বক্তব্য রাখেন, শাখার সহসভাপতি আব্দুছ ছাত্তার পলাশী, সম্পাদক একেএম শাহজাহান গিনি, যুগ্ম সম্পাদক সাংবাদিক সেলিম হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, দপ্তর সম্পাদক শিবু চন্দ্র গৌড়, সদস্য আব্দুল হালিম, শাহিনুল ইসলাম মুকুলসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩