নিজস্ব সংবাদদাতা: টাঙ্গাইলের গোপালপুরের নলীন বাজারে গতকাল বুধবার বিকেলে সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গোপালপুর ও ভূঞাপুর থানার যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে হেমনগর ইউপি চেয়ারম্যান রওশন খান আইয়ুবের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার। বিশেষ অতিথি হিসেবে গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জলিল, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম কাউসার চৌধুরী, অর্জুনা ইউপি চেয়ারম্যান আইয়ুব মোল্লা বক্তব্য রাখেন।
নলীন বাজার বণিক সমিতির সভাপতি শমেস খান, অর্জুনা ইউনিয়ন পরিষদ সম্পাদক মাহবুব আলম খান, হেমনগর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা লিটন খন্দকারসহ দুই থানার সুশীলসমাজের ব্যক্তিবর্গের উপস্থিতিতে সমাবেশটি প্রাণবন্ত হয়।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩