কে এম মিঠু, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুরে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, কেক কাটা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বেলা ১১টায় গোপালপুর কলেজ মাঠ থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনজুরুল হক ফরিদের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে মিলিত হয়ে কেক কাটার মধ্য দিয়ে প্রথম পর্বের আয়োজন সম্পন্ন করে।
বিকেলে গোপালপুর থানাব্রীজ চত্বরে ছাত্রলীগের আহ্বায়ক মনজুরুল হক ফরিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান (ছোট মনির), গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি আব্দুল জব্বার সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ঝাওয়াইল ইউপি’র সাবেক চেয়ারম্যান খাইরুল ইসলাম প্রমূখসহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩