কে এম মিঠু, গোপালপুর :
’শিক্ষিত মেয়ে দেশের সম্পদ’ প্রতিপাদ্যে বাল্য বিবাহ, যৌতুক ও ইভটিজিং বন্ধে গোপালপুর উপজেলা প্রশাসণ আজ বুধবার থেকে অভিনব প্রচারণা শুরু করেছে।
উপজেলা স্কাউট, জনপ্রতিনিধি ও স্কুলের মেয়ে শিক্ষার্থীদের নিয়ে পৌর শহরসহ উপজেলার দশটি গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে মানববন্ধন ও ‘বাল্য বিয়েকে লাল কার্ড ’ প্রদর্শনের কর্মসূচি পালন করা হয়। পৌরশহরের নন্দনপুর বাসস্ট্যান্ডে মানববন্ধন ও লাল কার্ড প্রর্দশনীর উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুমূর রহমান। এ সময় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মাকসুদুল ইসলাম, পৌর মেয়র রকিবুল হক ছানা, হেমনগর ইউনিয়নের চেয়ারম্যান রওশন খান আইয়ুব, বিআরডিবির চেয়ারম্যান মীর রেজাউল করিম, উপজেলা স্কাউট সম্পাদক মো. বদিউজ্জামান শিকদার প্রমুখ।
মানববন্ধন ও লাল কার্ড প্রদর্শন শেষে গোপালপুর উপজেলা হয়ে যাতায়াতকারি সকল বাস, ট্রাক, মাইক্রো, সিএনজি, ইজিবাইক, অটোরিকসা ও রিকসা ভ্যানে বাল্য বিয়ে, যৌতুক ও ইভটিজিং বিরোধী লাল স্টিকার সংযোজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মাসুমূর রহমান জানান, আগামী ডিসেম্বরের মধ্যে বাল্য বিয়ে শূণ্যের কোঠায় নামিয়ে আনতে এবং যৌতুক ও ইভটিজিং বন্ধে কাজ করছে উপজেলা প্রশাসণ।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩