নিজস্ব সংবাদদাতা :
ঢাকার বাড্ডায় গারো তরুণী ধষর্ণের প্রতিবাদে আজ মঙ্গলবার বাংলাদেশ গারো ছাত্র সংগঠন ও গারো স্টুডেন্ট ইউনিয়ন মধুপুর উপজেলা শাখার উদ্যোগে জলছত্র এলাকায় বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন গারো ছাত্র সংগঠনের সভাপতি জন যাত্রা, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান উইলিয়াম দাজেল, ইন্ডিজিনাস পিপুলস ডেভেলপমেন্ট সাভির্সেস এর প্রোগ্রাম অফিসার মিথুন জাম্বিল, আদিবাসী নেতা প্রবীন চিসিম ও গারো স্টুডেন্ট ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুজন জেংচাম, বাগাছাস মধুপুর শাখার ভারপ্রাপ্ত সম্পাদক রোপন হাগিদক প্রমুখ।
বক্তারা ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। উল্লেখ্য গত ২৫ অক্টোবর ঢাকার বাড্ডায় রিক্সার গ্যারেজে এক গারো তরুণী গণ ধর্ষণের শিকার হয়।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩