ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুস শহরে বিজয় উৎসব পালন করতে ইসলামী গোষ্ঠী হামাস এর হাজার হাজার সমর্থক মিছিল করছে। মূলত হামাস প্রতিষ্ঠার ২৫ বছর পুর্তি উপলক্ষে এ র্যালীর আয়োজন করা হয়।ফাতাহ নিয়ন্ত্রিত পশ্চিমতীরে ২০০৭ সালের পর এই প্রথম হামাস এ ধরনের সমাবেশ করার সুযোগ পেলো।
বিজয় সমাবেশে হাজার হাজার মানুষ অংশ নেওয়াতে গোটা নাবলুস শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।এই বিজয় সমাবেশের মাধ্যমে হামাস পশ্চিম তীরে নিজেদের ব্যাপক জনপ্রিয়তার প্রমাণও তুলে ধরেছে।বিজয় উৎসব উপলক্ষে সমবেত জনতার হাতে হাতে ছিল হামাসের সবুজ পতাকা। অংশগ্রহণকারী অনেকের হাতে ছিল রকেট ও ক্ষেপণাস্ত্রের অনুকৃতি, যা কাঠের তৈরি।
ইসরাইলের বিরুদ্ধে হামাস ও ইসলামি জিহাদ যেসব রকেট ও ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে, সেসবের অনুকৃতি প্রদর্শন করেন তারা।এদিকে পর্যবেক্ষকরা মনে করছেন, এ ধরণের কর্মসূচীর মাধ্যমে হামাস ও ফাতাহ্’র মধ্যে থমকে যাওয়া ঐক্যের প্রচেষ্টা বেগবান হবে।সাম্প্রতিক সময়ে গাজার ওপর ইসরায়েলি হামলার পর এই দুই দলের মধ্যে সম্পর্কের উন্নয়ন হচ্ছে বলে ধারনা করা হচ্ছে। গত সপ্তাহে ফাতাহ’র একজন নেতা প্রথম বারের মত গাজা ভূখণ্ড পরিদর্শনে আসেন এবং হামাস নেতা খালেদ মিসালের করা এক মিছিলে অংশ নেন।ফাতাহ নেতা আমিন মকবুল সেসময় হামাসকে প্রশংসা করে গাজার ওপর ইসরায়েলি হামলা প্রসঙ্গে বলেন গাজার বিজয় ছিল সমস্ত ফিলিস্তিনের জন্য বিজয়। [খবর,ছবি- বিবিসি বাংলা]