বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ হয়েছে নিজস্ব অর্থায়নে কেনা চতুর্থ প্রজন্মের ট্যাংক এমবিটি-২০০০।
অত্যাধুনিক এ ট্যাংক অন্তর্ভুক্তির ফলে সেনাবাহিনীর সাঁজোয়া কোরের সামর্থ্য আরো বাড়ল। সমরশক্তি বৃদ্ধি পেল।
চীনের তৈরি এই ট্যাংক একবার জ্বালানি নিয়ে চারশ’ কিলোমিটার যেতে পারে। সাধারণ সড়কে এর সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৬১ কিলোমিটার, ওজন ৪৮ হাজার কিলোগ্রাম। এই ট্যাংকে রয়েছে বিস্ফোরক প্রতিরোধক আর্মার।
সূত্রে জানানো হয়, এমটিবি-২০০০ থেকে কম্পিউটার নিয়ন্ত্রিত পদ্ধতিতে গোলা নিক্ষেপ করা যায়। এর মূল কামানে ব্যবহার করা যাবে ১২৫ মিলিমিটার ব্যাসের গোলা। এছাড়া ৭ দশমিক ৬২ মিলিমিটার ব্যাসের গুলি ছোড়ার জন্য একটি এবং ১২ দশমিক ৭ মিলিমিটারের গুলির জন্য আরেকটি মেশিনগান রয়েছে।
অত্যাধুনিক এই ট্যাংক ছাড়াও উইপন লোকেটিং রাডার এসএলসি-২ যোগ হয়েছে সেনাবাহিনীতে।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩