আজ || রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  গোপালপুরে বেগম রোকেয়া দিবস পালনসহ জয়িতাদের সংবর্ধনা       গোপালপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন       গোপালপুরে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’র (SEIP) কর্মশালা       গোপালপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের এ্যাডভোকেসি সভা       গোপালপুরে কয়েলের আগুনে পুড়ে মারা গেছে কৃষকের ৩ গরু       গোপালপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট       গোপালপুরে বনায়নের নামে সরকারি অর্থের বৃক্ষচারা গরু-ছাগলের পেটে       গোপালপুরের অদম্য মেধাবী সামির সম্ভাবনার গল্প       গোপালপুরে গর্ভবতী গাভী জবাই করে গোস্ত নিয়ে রেখে গেছে মৃত বাছুর       গোপালপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস পালন    
 


সতর্ক পুলিশ, আধাবেলা হরতালে আচল রাজধানী

রাজধানীর বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে পিকেটিংয়ে নামে বিএনপি এবং সহযোগী সংগঠনের কর্মীরা। এখানে সেখানে ফোটে ককটেল। পল্টন , রাজারবাগ , খিলগাঁও , বাংলামটর , মালিবাগ হাজারীবাগ, মিরপুর, যাত্রাবাড়ী এলাকায় পুলিশের সঙ্গে পিকেটারদের সংঘর্ষ শুরু হয়। এতে চার পুলিশসহ আহত হয় অন্তত ৩০ জন।

হরতালে নগরীতে নিরাপত্তা জোরদার করে পুলিশ। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সকাল থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। তবে এর মধ্যেও পিকেটাররা হামলা চালায়।

সকালে নগরীতে যান চলাচল কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাস, মিনিবাসের সংখ্যা বাড়তে থাকে। হরতালের কারণে বিপাকে পড়ে অফিসগামী মানুষ। নগরীর মূল সড়কগুলোতে চড়ে বেড়ায় রিকসা।

হরতাল চলাকালে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ্ নবীকে আটকের প্রতিবাদে যাত্রাবাড়ী এলাকায় সন্ধ্যা পর্যন্ত হরতালের ডাক দেয় থানা বিএনপি।রাত তিনটার দিকে ধানমণ্ডি থেকে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানকে গ্রেপ্তার করে র‌্যাব।

সকাল সাড়ে ৬ টার দিকে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে চারটি ককটেল বিস্ফোরণ ঘটে। ভোর সাড়ে ৬ টার দিকে হাজারীবাগের রায়েরবাগ স্কুলের সামনে পুলিশের একটি টহল গাড়িতে হামলা করে পিকেটাররা। এতে তিন পুলিশ সহ পাঁচজন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ গুলিবিদ্ধ এক পিকেটার সহ তিনজনকে আটক করা হয়েছে। কাটাবন এলাকায় সকাল ৭ টার দিকে ককটেল বিস্ফোরণ ঘটায় পিকেটররা। যাত্রাবাড়ীর শেখপাড়ায় একটি গাড়িতে আগুন দেয়ার চেষ্টা চালায় পিকেটাররা। সকালে মাতুয়াইলে পুলিশের সাথে পিকেটারদের সাথে সংঘর্ষ হয়।
খামারবাড়ী এলাকায় সকাল ৭ টার দিকে একটি সিএনজিতে আগুন দেয় পিকেটারা ।

সকাল ৮ টার দিকে খিলগাঁওয়ে ছাত্রদলের একটি মিছিল বের হলে বাধা দেয় পুলিশ। এতে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হলে ২০ থেকে ২৫ জন আহত হয়। কিছুক্ষণ পর মালিবাগ রেলগেটে ৬টি ককটেল বিস্ফোরণ ঘটে।

সকাল ৯ টার দিকে বিজয়নগর মোড়ে নাইটেঙ্গেল হোটেলের সামনে ৮ থেকে ১০ টি ককটেল বিস্ফোরণ ঘটে। কিছুক্ষণ পরে আনন্দ ভবন কমিউনিটি সেন্টারের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় পিকেটারা। সকাল সাড়ে ৯ টার দিকে মগবাজারে শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর একটি গাড়ি ভাংচুর করে শিবিরকর্মীরা।
শিবির সন্দেহে রাজধানীর মগবাজার এলাকার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে রমনা থানা পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এদের কারো নাম পরিচয় জানা যায়নি।

ভোর থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় পুলিশ। কার্যালয় থেকে ককটেল এবং বোমা নিক্ষেপের অভিযোগে বেলা এগারোটার পর বেলা সাড়ে এগারোটার দিকে কার্যালয়ে অভিযান চালানোর চেষ্টা চালায় পুলিশ। । তবে কিছুক্ষণ পর তারা কার্যালয় থেকে বের হয়ে আসে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!