কে এম মিঠু, গোপালপুর (টাঙ্গাইল) :
নানা আয়োজনে গতকাল শুক্রবার বিকেলে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মাহমুদপুর-পানকাতা গণহত্যা দিবস পালিত হয়।
এ উপলক্ষে পানকাতা হাইস্কুল মাঠে শহীদ পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মিলাদমাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
গোপালপুর প্রেসক্লাবের সভাপতিত্ব অধ্যাপক জয়নাল আবেদীন এতে সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, একাত্তরের কোম্পানি কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বেঙ্গল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গোপালপুর উপজেলা চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার, ধনবাড়ি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মীর ফারুখ আহমাদ, গোপালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) মরিয়ম আক্তার মুক্তা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমা-ার আবদুস সোবহান তুলা, সাবেক কমা-ার আবদুল কাদের তালুকদার, মুক্তিযোদ্ধা আনোয়ার খসরু, সাংবাদিক স. ম জাহাঙ্গীর আলম, বলিভদ্র ইউনিয়নের চেয়ারম্যান সুরুজ্জামান মিয়া, পানকাতা হাইস্কুলের প্রধান শিক্ষক মোফাখখারুল ইসলাম, লতিফুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, একাত্তর সালের এ দিনে হানাদার পাক বাহিনী অভিযান চালালে মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গালের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয়। এক পর্যায়ে রসদ ফুরিয়ে গেলে মুক্তিযোদ্ধারা পিছু হটে। হানাদার বাহিনী তখন শতাধিক মানুষকে আটক করে পানকাদা ইহগাহ মাঠে নিয়ে ব্রাশ ফায়ার করে। এতে ১৯ জন নিতহ হয়। অবশিষ্টরা গুরুতর আহত হয়। শতাধিক বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩