কে এম মিঠু, গোপালপুর :
বিশ্ব শান্তি দিবস উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে সাইকেল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস গোপালপুর উপজেলা শাখার আয়োজনে আজ বুধবার সকাল এগারো টায় উপজেলা পরিষদ সংলগ্ন স্কাউটস কার্যালয় সম্মুখ থেকে এ সাইকেল র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে স্কাউটস কার্যালয়ে এসে শেষ হয়। সাইকেল র্যালি ও আলোচনায় অংশ গ্রহন করেন নির্বাহী অফিসার ও স্কাউটস উপজেলা শাখার সভাপতি মো. মাসূমুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল জলিল, স্কাউটস গোপালপুর উপজেলা শাখার সম্পাদক বদিউজ্জামান শিকদার, উপজেলার বিভিন্ন কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের স্কাউটস শাখার প্রধান।
সাইকেল র্যালিতে প্রায় দুই শতাধিক সাইকেল নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীসহ স্কাউটস নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩