সিরিয়ার জনগণের একমাত্র বৈধ প্রতিনিধি হিসেবে সরকারবিরোধী বিদ্রোহী জোটকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র।
সম্প্রতি কাতারের রাজধানী দোহায় সিরিয়ার সরকার বিরোধী দলগুলো একটি বিদ্রোহী জোট গঠনের ঘোষণা দেয়।
মঙ্গলবার সিরিয়ার বিদ্রোহী জোটকে স্বীকৃতি দেওয়ার কথা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
ওইদিন এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন, সিরিয়ার সরকারবিরোধী জোট এখন সিরিয়ার জনগণের প্রতিনিধিত্ব করার যোগ্য হয়ে উঠেছে বলে আমরা সিদ্ধান্তে পৌঁছেছি। তাই সিরিয়ার জনগণের একমাত্র বৈধ প্রতিনিধি হিসেবে আসাদ সরকারের পরিবর্তে আমরা তাদের বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছি।
সিরিয়ার সরকারবিরোধী জোটকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেবে এমনটি প্রত্যাশিতই ছিল। তবে ওই জোট গঠনের পরপরই যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় মিত্র কয়েকটি দেশ জোটকে স্বীকৃতি দিলেও যুক্তরাষ্ট্র কিছুটা সময় নেয়।
যুক্তরাষ্ট্রের স্বীকৃতি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে উচ্ছেদে বিদ্রোহী প্রচেষ্টায় এক নতুন আন্তর্জাতিক মাত্রা যোগ করলো।
তবে আসাদবিরোধী জোটকে স্বীকৃতি দিলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের কোনো অস্ত্র সহায়তা দেওয়া হবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ওবামা।