আজ || শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে সবজি বীজ বিতরণ       প্রয়াত শিক্ষক অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীর স্মরণ সভা       গোপালপুরে যমুনার চরাঞ্চলে শিশুদের মাঝে পোশাক ও জুতা বিতরণ       গোপালপুর সরকারি কলেজ পরিদর্শন করলেন মাউশি পরিচালক       চালকের গাফিলতিতে ঝিনাই নদীতে পর্যটকবাহী মাইক্রোবাস       গোপালপুরে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভা       “জামালপুর এক্সপ্রেস” দিক পরিবর্তন, একটি জনপ্রিয় ট্রেনের মৃত্যু       গোপালপুরে কৃষি ব্যাংকের আয়োজনে ‘তারুণ্যের উৎসব’ অনুষ্ঠিত       গোপালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন       ‘হিংসা বিভেদ ভুলে সকলকে একতাবদ্ধ থাকতে হবে’ -আব্দুস সালাম পিন্টু    
 


সিরিয়ায় বিদ্রোহী জোটকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র

সিরিয়ার জনগণের একমাত্র বৈধ প্রতিনিধি হিসেবে সরকারবিরোধী বিদ্রোহী জোটকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

সম্প্রতি কাতারের রাজধানী দোহায় সিরিয়ার সরকার বিরোধী দলগুলো একটি বিদ্রোহী জোট গঠনের ঘোষণা দেয়।

মঙ্গলবার সিরিয়ার বিদ্রোহী জোটকে স্বীকৃতি দেওয়ার কথা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

ওইদিন এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন, সিরিয়ার সরকারবিরোধী জোট এখন সিরিয়ার জনগণের প্রতিনিধিত্ব করার যোগ্য হয়ে উঠেছে বলে আমরা সিদ্ধান্তে পৌঁছেছি। তাই সিরিয়ার জনগণের একমাত্র বৈধ প্রতিনিধি হিসেবে আসাদ সরকারের পরিবর্তে আমরা তাদের বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছি।

সিরিয়ার সরকারবিরোধী জোটকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেবে এমনটি প্রত্যাশিতই ছিল। তবে ওই জোট গঠনের পরপরই যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় মিত্র কয়েকটি দেশ জোটকে স্বীকৃতি দিলেও যুক্তরাষ্ট্র কিছুটা সময় নেয়।

যুক্তরাষ্ট্রের স্বীকৃতি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে উচ্ছেদে বিদ্রোহী প্রচেষ্টায় এক নতুন আন্তর্জাতিক মাত্রা যোগ করলো।

তবে আসাদবিরোধী জোটকে স্বীকৃতি দিলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের কোনো অস্ত্র সহায়তা দেওয়া হবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ওবামা।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!