প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৭, ২০২৫, ১২:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩১, ২০১৬, ৯:০০ অপরাহ্ণ
গোপালপুরে জঙ্গিবাদ প্রতিরোধে সমাবেশ ও মুক্তিযোদ্ধাদের লাঠি মিছিল

কে এম মিঠু, গোপালপুর :
গোপালপুর উপজেলা প্রশাসণের উদ্যোগে আজ রবিবার উপজেলা পরিষদ হলরুমে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও মাসুমূর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। বক্তব্য রাখেন পুলিশ সুপার মাহবুব আলম, উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, জেলা তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, ওসি মোহাম্মদ আব্দুল জলিল, পৌর মেয়র রকিবুল হক ছানা, আওয়ামীলীগ সভাপতি হালিমুজ্জামান তালুকদার, উপজেলা ভাইসচেয়ারম্যান আব্দুল লতিফ, মহিলা ভাইসচেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান তুলা প্রমুখ।
এদিকে জঙ্গীবাদ দমনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এক লাঠি মিছিল অনুষ্ঠিত হয়। এর নের্তৃত্ব দেন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান তুলা। লাঠি মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের তালুকদার, বীরমুক্তিযোদ্ধা সমর্ন্দ্রে নাথ সরকার, তোরাপ আলী শিকদার, খন্দকার রুহুল আমীন প্রমুখ।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩