কে এম মিঠু :
গোপালপুরে সূতী ভি এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণ করায় আজ বৃহস্পতিবার বিদ্যালয় পরিচালনা পরিষদ, শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, অভিবাবক, স্কুল শুভাকাঙ্খী ও উপজেলা আওয়ামীলীগের সমন্বয়ে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন।
পরে স্কুল ক্যাম্পাসে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, পৌর মেয়র রকিবুল হক ছানা, সূতী ভি এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, হেমনগর ইউপি চেয়ারম্যান রওশন খান আইয়ুব, আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রকৌশলী খন্দকার গিয়াস উদ্দীন,শহর আওয়ামীলীগ সভাপতি রফিকুল ইসলাম, শিক্ষক হারুন-অর-রশিদ, যুবলীগ নেতা আনোয়ারুল হক বুলবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মঞ্জুরুল হক ফরিদ প্রমুখ।
বক্তারা সূতী ভি এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণ করায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে গোপালপুরবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩