কে এম মিঠু :
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মাইজবাড়ি গ্রামে অভিযান চালিয়ে বাল্য বিবাহ বন্ধ করে দিয়ে বর মো. রমজান মিয়া (২১) কে ৭ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গোপালপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল জলিলের নেতৃত্বে একটি টিম উপজেলার মাইজবাড়ি গ্রামে অভিযান চালিয়ে আব্দুল বাছেদের পুত্র মো. রমজান মিয়া (২১) ও একই গ্রামের ভুট্রু মিয়ার মেয়ে পারুল (১৫) এর বাল্য বিবাহ বন্ধ করে দেন। পরে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান ম্যজিস্ট্যাট মো. মাসূমুর রহমান বাল্যবিবাহ নিরোধ আইন বাংলাদেশ দন্ডবিধির ১৯২৯ ধারা মোতাবেক শাস্তি যোগ্য অপরাধ করায় বর মো. রমজান মিয়া (২১) কে ৭ দিনের কারাদন্ড প্রদান করে।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩