নিজস্ব সংবাদদাতা :
গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের গনিপুর গ্রামে তুচ্ছ ঘটনায় কৃষক আব্দুল আজিজ (৩৮) খুন হয়েছে। সোমবার (৪ জুলাই) সন্ধ্যায় অন্ডকোষ চেপে আজিজকে খুন করা হয়। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।
গোপালপুর থানা পুলিশ জানায়, রোপা আমন চারা ক্ষেতে গরু যাওয়ার ঘটনায় নিহত আজিজের সাথে আজগর আলীর বাকবিতন্ডা হয়। পরে আজগর আলী ও তার কনিষ্ঠ ভাই জুলহাস উদ্দীন কৃষক আব্দুল আজিজকে একা পেয়ে পেয়ে মারপিট করে। এরই এক পর্যায়ে কৃষক আজিজের অন্ডকোষ চেপে ধরে তার মৃত্যু নিশ্চিত করে। পরে তাকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনার পর বিক্ষুব্ধ গ্রামবাসীরা আজগর আলী ও তার কনিষ্ঠ ভাই জুলহাস উদ্দীনকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। নিহত আজিজের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। এ ঘটনায় গোপালপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।