বাংলাদেশ টাইমসঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান নিজামুল হক নাসিম পদত্যাগ করেছেন। মঙ্গলবার বিকেলে ট্রাইব্যুনালসহ একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তিনি ইতিমধ্যে প্রধান বিচারপতির কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।
ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে একজন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞের সঙ্গে এই বিচারপতির স্কাইপ সংলাপের ফিরিস্তি দৈনিক আমার দেশে প্রকাশের পর মঙ্গলবার ট্রাইব্যুনালে যাননি এ বিচারপতি। এ দিন আমার দেশের ব্যাপারে ট্রাইব্যুনালের ব্যবস্থামূলক আদেশ দেয়ার কথা ছিল।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন না। তার অনুপস্থিতির বিষয়ে ট্রাইব্যুনালের এ জ্যেষ্ঠ বিচারপতি জানান, অসুস্থতার জন্য চেয়ারম্যান ট্রাইব্যুনালে যাননি। ট্রাইব্যুনালের দুই বিচারপতি আমার দেশ সংক্রান্ত আবেদনের শুনানি না করে বৃহস্পতিবার পরবর্তী তারিখ নির্ধারণ করে দেন। এ প্রসঙ্গে জাহাঙ্গীর হোসেন বলেন, ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক অসুস্থ। এই আদেশ তিনি দিলেই ভাল হয়।
বিষয়টি নিয়ে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ একটি ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিককে বলেছেন, বিচারপতি নিজামুল হক নাসিম পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন তবে করেছেন কিনা তা জানি না। [ বাংলাদেশ টাইমস ডেস্ক/ফা.মু/ঢাক]