নিজস্ব সংবাদদাতা :
গত শনিবার উগ্রপন্থিদের হাতে প্রকাশ্য দিবালোকে নিখিল জোয়ারদার খুনের ঘটনায় জনমনে আতঙ্ক দূরিকরণ এবং নাগরিকদের করণীয় বিষয় নিয়ে গোপালপুর উপজেলা পরিষদের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির এক বিশেষ জরুরী সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
ইউএনও মাসূমুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার, পৌর মেয়র রকিবুল হক ছানা, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান তুলা, পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম, হিন্দুখৃস্টানবৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি মঙ্গল চন্দ্র দে, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সমরেন্দ্র চন্দ্র বিমল প্রমুখ। সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, মহিলা ভাইসচেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তাসহ বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিরা।
বক্তারা অভিযোগ করেন স্বাধীনতার ৪৬ বছরে গোপালপুর উপজেলা আওয়ামীলীগের একজন সম্পাদকসহ যুবলীগ ও ছাত্রলীগের দুই ডজন নেতাকর্মী রাজনৈতিক প্রতিপক্ষ, উগ্রপন্থি ও সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন। বিগত দিনে খুনিরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাওয়ায় এর কোনটিরই সুষ্ঠু বিচার হয়নি। একুশে গ্রেনেড হামলা মামলার মূল আসামীর বাড়ি গোপালপুর উপজেলায়। গোপালপুরসহ সারাদেশকে তারা নানাভাবে অস্থিতিশীল করে তুলতে চাচ্ছে।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩