নিজস্ব সংবাদদাতা :
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১, গোপালপুর জোনাল অফিসে অভিযান চালিয়ে ৩ বিদ্যুৎ দালালকে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। আটককৃত ২ দালাল নগদ অর্থ দিয়ে ছাড়া পেলেও অর্থঅনাদায়ে ৬ মাসের সাজা হয়েছে একজনের।
গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাসূমুর রহমান গতকাল বৃহস্পতিবার পৌরশহরের নন্দনপুর পল্লী বিদ্যুৎ অফিসে ভ্রাম্যমান আদালত পরিচালনা করলে গোপালপুর জোনাল অফিসে সেবা নিতে আসা গ্রাহকদের নিকট থেকে অবৈধ ভাবে অর্থ নেয়ার অভিযোগে মিলন, সোহাগ ও ফরিদ নামে তিন দালালকে একাধিক কাগজপত্র ও টাকাসহ আটক করে ভ্রাম্যমান আদালত।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক দালাল ফরিদ ও সোহাগকে ২০ হাজার করে ও দালাল মিলনকে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৬ মাসের জেল দেন। আটককৃত সোহাগ ও মিলন অর্থদন্ড দিয়ে ছাড়া পেলেও অর্থঅনাদায়ে ফরিদকে ৬ মাসের সাজা দিয়ে কারাগারে পাঠায় গোপালপুর থানা পুলিশ।
দালালদের সাথে জড়িত থাকার অভিযোগে পল্লী বিদ্যুতের লাইনম্যান মেহেদীকে স্ট্যান্ড রিলিজ করে ভ্রাম্যমান আদালত।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩