নিজস্ব সংবাদদাতা :
গতকাল মঙ্গলবার ঢাকায় রাহাবার পাবলিকেশন্স কর্তৃক প্রকাশিত ইসলামী জ্ঞানের তথ্যসম্ভার ‘হতে চাই আলোকিত জ্ঞানী’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন বইটির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, জামেয়া নূরীয়া ইসলামিয়া এর পরিচালক ও বাংলাদেশ খেলাফত আন্দোলন এর চেয়ারম্যান মাওলানা ক্বারী শাহ্ আতাউল্লাহ ইবনে হাফিজ্জী হুযুর । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাহাবার মাল্টিমিডিয়া লি. এর সম্মানিত চেয়ারম্যান ও ‘হতে চাই আলোকিত জ্ঞানী’ বইয়ের উপদেষ্টা সম্পাদক হাফেজ মুফতি সাইফুল ইসলাম, রাহাবার মাল্টিমিডিয়া লি. এর ব্যবস্থাপনা পরিচালক ও বইটির ব্যবস্থাপনা সম্পাদক মুহাম্মদ ইকবাল এবং বইটির সম্পাদক ও ‘আলোকিত জ্ঞানী ২০১৫’ আসরের চ্যাম্পিয়ন শাহাদাৎ হুসাইন খান ফয়সাল। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক, সাংবাদিক ও কলামিস্ট মুহাম্মদ আবদুল কাহহার । অনুষ্ঠানে উপস্থিত মেহমানগণ বলেন, ‘হতে চাই আলোকিত জ্ঞানী’ বইটি বাংলা ভাষায় ইসলামী জ্ঞানজগতে একটি অনন্য সংযোজন। প্রায় সাড়ে এগারো হাজার প্রশ্ন সংবলিত ৫০০ পৃষ্ঠার এ বইটি ছাত্র-ছাত্রী, তরুণ-যুবক, শিক্ষক, গবেষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার জ্ঞানপিপাসুদের চাহিদা অনেকটা পূরণ করবে বলে বক্তাগণ আশা প্রকাশ করেন। বিশেষ করে রাহবার মাল্টিমিডিয়া লি. কর্তৃক দ্বিতীয়বারের মতো আয়োজিত ও মাহে রমাযানে চ্যানেল নাইনে প্রচারিতব্য ইসলামী জ্ঞানের রিয়েলিটি-শো ‘আলোকিত জ্ঞানী’ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের প্রস্তুতির জন্য সহায়ক বলে কর্তৃপক্ষ মনে করেন।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩