নিজস্ব সংবাদদাতা :
টাঙ্গাইলে গতকাল পহেলা বৈশাখ দুপুরে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় ২ জনসহ গোপালপুরের একজন নিহত। আহত ৯ জন। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালপুর উপজেলার নবগ্রাম এলাকার শরাফত আলীর ছেলে নিহত মানিক (১৬) নবগ্রাম উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণীর পড়ুয়া ছাত্র।
ঘাটাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, গোপালপুরের নবগ্রাম থেকে কয়েকজন কিশোর একটি পিকআপ ভ্যানে সাউন্ড বক্স নিয়ে মধুপুর যাচ্ছিলো। পিকআপ ভ্যানটি ঘাটাইল উপজেলার পাকুটিয়ায় পৌছালে মধুপুর থেকে আসা একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পরে। এতে ঘটনাস্থলেই মানিক নিহত হয়। এ ঘটনায় আহত হয় ৪ জন।
আহত ৪ জনকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হল, গোপালপুর উপজেলার নবগ্রাম এলাকার আল-আমিন (১৫), ছোটন (১৬), কামরুল হাসান (১৫) ও শাকিল।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩