নিজস্ব সংবাদদাতা :
গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসূমুর রহমান গত রবিবার রাতে একটি বাল্যবিয়ে বন্ধ করে বরকে জেল দিয়ে কারাগারে পাঠিয়েছে। নির্বাহী অফিসার মো. মাসূমুর রহমান জানান, উপজেলার হাদিরা ইউনিয়নের আজগরা গ্রামে বাল্যবিয়ের আয়োজন চলছে তথ্য পেয়ে রাত ৯টায় গোপালপুর থানা পুলিশকে সাথে নিয়ে কনের বাড়িতে যাই। আজগরা গ্রামের গোলাপ মিয়ার মেয়ে মাধ্যমিক স্কুলে পড়ুয়া ৮ম শ্রেণির মেধাবি ছাত্রী মর্জিনা খাতুন (১৫) এর সাথে ধনবাড়ি উপজেলার মুসুদ্দি খালপাড়া গ্রামের আমজাদ আলীর ছেলে বাদশা মিয়ার (৩৮) বিয়ের আয়োজন চলছিল। পরে বাল্যবিয়ের নানাকুফল সম্পর্কে মেয়ের বাবা-মাকে অবগত করে গ্রামবাসীর সহযোগিতায় বিয়ে বন্ধ করে ভ্রাম্যমান আইনে বর বাদশা মিয়াকে ২ দিনের জেল দিয়ে কারাগারে পাঠানো হয়।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩