নিজস্ব সংবাদদাতা :
আসন্ন ৩১ মার্চ টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের হল রুমে প্রতিদ্বন্ধী সকল প্রার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের সমন্বয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বহিী কর্মকর্তা মো. মাসূমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, জেলা নির্বাচন অফিসার তাজুল ইসলাম, গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম প্রমূখ। এছাড়াও প্রতিদ্বন্ধী চেয়ারম্যান ও সদস্য প্রার্থীগণ বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন সর্বদা কাজ করে যাচ্ছে বলে সকলকে অবহিত করেন। তারা নির্বাচনী আচরণ বিধি লঙ্গন না করতে প্রার্থীদের প্রতি আহ্বান জানান। মতবিনিময় সভায় প্রতিদ্বন্ধী প্রার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ প্রশাসনের কর্মকর্তা সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩