নিজস্ব সংবাদদাতা :
গোপালপুরে চালককে গলাকেটে হত্যা করে অটোবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। উপজেলার হাদিরা ইউনিয়নের টেলিপাড়া নামকস্থানে গতকাল রোববার রাত ১০টায় এ ঘটনা ঘটে। এস আই তোফাজ্জল হোসেন এর নেতৃত্বে ঐ রাতেই গোপালপুর থানা পুলিশ পরিচয়বিহীন লাশটি উদ্ধার করে অজ্ঞাতনামা হিসেবে থানায় নিয়ে আসে। পরদিন সোমবার সকালে খবর পেয়ে লাশের পরিবারের লোকজন এসে পরিচয় দেন। পারিবারিক সূত্রে জানা যায়, নিহত চালক জামালপুরের সরিষাবাড়ি থানাধীন পিংনা ইউনিয়নের ফুলদহের পাড়ার জুব্বার আলির ছেলে অটোচালক কাকন ( ২৫)। সে প্রতিদিনের মতো রোববার সকালে ভাড়ায় যাত্রি বহনের লক্ষ্যে অটোবাইক নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যায়। রাতে বাড়ি ফিরতে দেরি দেখে পরিবাবের লোকজন খোঁজখবর নেন। সারারাত সন্ধান করার পর পরদিন সকালে লোকমারফত জানতে পেয়ে গোপালপুর থানায় এসে কাকনের জবাই করা লাশ দেখতে পান। গোপালপুর থানার ওসি জহিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একদল দুর্বৃত্ত চালককে জবাই করে অটোবাইকটি ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে লাশটি ফেলে চলে যায়। খবর পেয়ে থানা পুলিশ রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সোমবার সকালে ময়না তদন্তের জন্য লাশটি টাঙ্গাইল মর্গে প্রেরণ করা হয়। থানায় হত্যা মামলা করা হয়।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩