নিজস্ব সংবাদদাতা :
গত সোমবার ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন স্বাক্ষরিত এই কমিটিতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শামীম হোসাইন শুভ উপ-বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
শামীম হোসাইন শুভর গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নারুচি গ্রামে। গোপালপুর বার্তা২৪.কম এর সাথে এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি জানান- তার রাজনীতিতে আসার অনুপ্রেরণা তার মা এবং বাবা। বাবার সামাজিক কর্মকাণ্ড তাকে রাজনীতিতে আসতে এবং মানুষের জন্য কিছু করতে অনুপ্রাণিত করেছে। শামীম হোসাইন শুভর রাজনৈতিক আদর্শ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রাজনীতিতে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শুভ জানায়েছেন- বাংলাদেশের ৬৩ শতাংশ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের। তিনি এই বিপুল সংখ্যক ছাত্রছাত্রীকে বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ করার কাজ করে যাবেন ।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩