আজ || বুধবার, ০৯ অক্টোবর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরের মোহনপুরে পোস্টঅফিসের ঘর না থাকায় ভোগান্তি       গোপালপুরে বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষক সংবর্ধনা       গোপালপুরে আওয়ামীলীগ নেতা আব্দুল মোমেন গ্রেফতার; ফাঁসির দাবিতে মিছিল       গোপালপুরে ডেইরি ফার্ম মালিক ও আইএফআইসি ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময়       গোপালপুর উপজেলা ডেইরি ফার্ম মালিক সমিতির কমিটি গঠন       বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার সুযোগ কাজে লাগাতে হবে -ইলিয়াস হোসেন       গোপালপুরে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত       গোপালপুরে দুর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা       গোপালপুরে ১০ম গ্রেড প্রদানের দাবিতে শিক্ষকদের মানববন্ধন       গোপালপুরে জাতীয়করণের দাবিতে বেসরকারি শিক্ষকদের মানববন্ধন     
 


মিশরে গণভোটের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর হাতেআইনশৃঙ্খলা ক্ষমতা

মিশরের প্রেসিডেন্ট মোহামমদ মোরসি একটি নতুন ডিক্রি জারি করে সেদেশের সেনাবাহিনীর হাতে গ্রেপ্তারের ক্ষমতা দিয়েছেন।

বিতর্কিত নতুন সংবিধানের ওপর গণভোটের আগে সেনাবাহিনীকে এই ক্ষমতা দেয়া হলো, এবং দেয়া হলো এমন এক সময় – যখন আর একদিন পরই মিশরের বিরোধী দলগুলো এই ভোটের বিরুদ্ধে গণবিক্ষোভের ডাক দিয়েছে।

মিঃ মোরসি এর আগেই সেনাবাহিনীকে রাষ্ট্রের নিরাপত্তা রক্ষা করার আদেশ দেন।

তাঁর এই নতুন ডিক্রির পর মিশর আবার সামরিক শাসনের দিকে এগুতে শুরু করলো কিনা এ আশংকাও অনেকে প্রকাশ করেছেন।

প্রেসিডেন্ট মোরসির দেওয়া নতুন আদেশে গণভোটের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা রক্ষার ক্ষমতা দেওয়া হয়েছে।

নিরাপত্তার জন্য সেনাবাহিনী পুলিশের সাথে যোগাযোগ রক্ষা করবে এবং প্রয়োজনে তারা গ্রেপ্তার করতে পারবে।

নিরঙ্কুশ ক্ষমতা নেওয়ার প্রশ্নে আপোষমূলক মনোভাব দেখালেও, ১৫ই ডিসেম্বর খসড়া সংবিধানের ওপর গণভোটের প্রশ্নে প্রেসিডেন্ট মোরসি যে কঠোর অবস্থান নিচ্ছেন, তার প্রমাণ তিনি সেনাবাহিনীর শরণাপন্ন হয়েছেন।

বিরোধীরা ইতিমধ্যেই গণভোট এবং সেনাবাহিনীর হাতে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়ার স্দ্ধিান্ত প্রত্যাখান করেছে এবং আগামীকাল মঙ্গলবার বিক্ষোভের ডাক দিয়েছে।

কায়রোতে একজন সরকারবিরোধী বিক্ষোভকারী স্পষ্ট ইঙ্গিত দিয়ে জানিয়েছেন তাদের বিক্ষোভ চলবে।

”প্রেসিডেন্ট আমাদের সাথে খেলছেন। তিনি শুধু গণভোট করার জন্য কিছুটা সময় নিচ্ছেন। আমরা সেটা বুঝতে পারছি। সুতরাং আমাদের অবস্থান বদলাবে না। কারণ আমরা জানি প্রেসিডেন্ট আসলে কোন কিছুই বদলাননি।”

প্রেসিডেন্ট মোরসির সমর্থকরাও অর্থাৎ মুসলিম ব্রাদারহুড এবং তাদের সমমনা দলগুলোও পাল্টা বিক্ষোভের ঘোষণা দিয়েছে।

সংবাদদাতারা বলছেন এর ফলে নতুন করে সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছে।
[খবর/ছবি বিবিসি]

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!