নিজস্ব সংবাদদাতা :
গোপালপুরে সাথী বেকারি নামক এক বেকারির মালিককে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার সকালে নন্দনপুর ভূয়ারচকে অবস্থিত সাথি বেকারির মালিক শামছুল হককে নগদ ৫০ হাজার টাকা অনাদায়ে এক বছরের কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসূমুর রহমান।
জানা যায়, ভূয়ারচক পেট্রল পাম্প সংলগ্ন ঐ বেকারির মালিক দীর্ঘ দিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদবিহীন খাদ্য বাজারজাতকরণ ও বিএসটিআই এর অনুমোদন বিহীন ব্যবসা করে জনগণের সাথে প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বেকারির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের একটি দল অভিযান চালিয়ে এসবের প্রমাণসহ মালিককে আটক করেন। এসময় ভোক্তা অধিকার সংশোধন আইন ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী তাকে নগদ ৫০ হাজার টাকা অনাদায়ে একবছরের কারাদণ্ড প্রদান ও বিষাক্ত খাবার গুলো পানিতে ফেলে ধ্বংশ করা হয়। পরে বেকারির মালিক ধার্যকৃত নগদ টাকা পরিশোধ করে এ দণ্ডাদেশ থেকে মুক্তি পান।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩