নিজস্ব সংবাদদাতা :
টাঙ্গাইলের ভূঞাপুরে সংখ্যালঘু আওয়ামী লীগ নেতার বাড়ীতে অগ্নিকান্ড ঘটিয়েছে দূর্বৃত্তরা। এতে আগুনে পুড়ে আনুমানিক ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটায় দূর্বৃত্তরা।
জানা যায়, উপজেলার হিন্দু অধ্যুষিত ফলদা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি স্বরণ দত্তের বাড়িতে কেউ না থাকার সুযোগে রাত সাড়ে ১২টার দিকে একদল দূর্বৃত্ত আগুন লাগিয়ে পালিয়ে যায়। এসময় থাকার ঘর, নগদ টাকা, স্বর্নালঙ্কারসহ সকল আসবাবপত্র পুড়ে ছাড়খার যায়। এতে আনুমানিক বিশ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে স্মরণ দত্ত জানিয়েছেন।
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা দাবি করেছেন, এর আগেও ফলদার প্রাচীন কালী মন্দিরে অগ্নিসংযোগ, ভাংচুর ও হিন্দু সম্প্রদায়ের বাড়ীঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনাটিকে তারা পূর্বের ঘটনার পূনঃরাবৃত্তি বলে দাবি করেছেন।
মঙ্গলবার সকালে ঘটনা জানাজানি হওয়ার পরই জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুব হোসেন, গোপালপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আসলাম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল আওয়াল, সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল কবিরসহ জেলা ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে জেলা প্রশাসক ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ এক লক্ষ টাকা অনুদান প্রদান করেন।
এদিকে এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুব হোসেন জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। ফলদা প্রাচীন কালিমন্দিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করাসহ মন্দির এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা হবে।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল কবির জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩