বেসরকারি মোবাইল অপারেটরগুলোর বিনিয়োগ করা মূলধনের বিপরীতে কি পরিমাণ টাকা তারা বিদেশে নিয়ে গেছে, তা জানতে চেয়েছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ৭২তম বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এবিএম গোলাম মোস্তফা।
কমিটির সদস্য টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, খান টিপু সুলতান, এস কে আবু বাকের ও মইন উদ্দীন খান বাদল বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে মইন উদ্দীন খান বাদল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনকে (বিটিআরসি) কমিটির আগামী বৈঠকে বিষয়টি সম্পর্কে অবহিত করার জন্য বলা হয়েছে।”
বৈঠকে ২০০৭ সালের আগে ও পরে অবৈধ ভিওআইপির দায়ে লাইসেন্স বাতিল করা প্রতিষ্ঠানগুলোর তালিকা এবং সেসব প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি কমিটিতে উপস্থাপনের সুপারিশ করা হয়।
এ প্রসঙ্গে বাদল বলেন, “অবৈধ ভিওআইপির দায়ে অনেক ছোট প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অথচ, বড় প্রতিষ্ঠানুগলো রেহাই পেয়েছে জরিমানা দিয়ে। সবার জন্য আইন এক হলে, সবার শাস্তিও এক হওয়া উচিত। এ কারণে বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছে কমিটি।”
তিনি জানান, বাংলাদেশের টেলিযোগাযোগ খাতকে দুর্নীতিমুক্ত রাখতে বিটিআরসিসহ সংশ্লিষ্টদের এরই মধ্যে সতর্ক করা হয়েছে।
এদিকে বৈঠকে জানানো হয়, মহাকাশে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ উৎক্ষেপণের প্রক্রিয়া শুরু হয়েছে । ২০১৫ সালের মধ্যেই এ স্যাটেলাইট উৎক্ষেপণ সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।
বৈঠকে আন্তর্জাতিক ক্যারিয়ারদের কাছে বিটিসিএলের প্রাপ্ত বকেয়া অর্থ আদায়ের সর্বশেষ অগ্রগতি কমিটিকে অবহিত করার সুপারিশ করা হয়।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবুবকর সিদ্দিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।