বাংলাদেশ টাইমসঃ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেইক জুনিয়র।সোমবার রাতে রবার্ট ও ব্লেইক ও খালেদা জিয়ার মধ্যে বৈঠক হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন গ্রেফতার করা হয়েছে? তার বিরুদ্ধে কি অভিযোগ? এসব বিষয় খালেদা জিয়ার কাছে জানতে চেয়েছেন ব্লেইক।
শমসের মবিন চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করার ঘটনায় রবার্ট ও ব্লেইক খালেদা জিয়ার কাছে উদ্বেগ প্রকাশ করেছেন।[বাংলাদেশ টাইমস দেস্ক/ঢাকা]