নিজস্ব সংবাদদাতা :
আজ মঙ্গলবার দুপুর পৌনে একটায় গোপালপুর উপজেলার ভোলারপাড়া সিগন্যাল বিহীন গেটে ট্রেনের ধাক্কায় অটোরিকসাভ্যানের চালকসহ দুইজন নিহত এবং অপর দুইজন গুরুতর আহত হয়। নিহতরা হলো বেলুয়া গ্রামের মৃত মজিবর বেপারির পুত্র ভ্যানচালক আয়নাল বেপারি (৪৫) এবং একই গ্রামের আব্দুল হালিমের স্ত্রী হাসি বেগম (৩০)। ঘটনায় আহত ভেঙ্গুলা মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী রিয়া মনি (১৩) ও নিহত হাসি বেগমের শিশুপূত্র হাবিবকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। রিয়া মনির অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান গোপালপুর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ হারুন-অর-রশীদ। হেমনগর রেলওয়ে স্টেশনের কর্মচারি রাকিব হাসান জানান, চট্রগ্রাম-বঙ্গবন্ধু সেতু পূর্ব ভায়া ময়মনসিংহ ৩৭ আপ লোকাল ট্রেন বঙ্গবন্ধু সেতু স্টেশনে যাওয়ার পথে গোপালপুর উপজেলার ভোলারপাড়া সিগন্যাল ও গেটম্যানবিহীন রেল ক্রসিং পার হওয়ার সময় বেলুয়া থেকে হেমনগরগামী অটোরিকসা ভ্যান সেখানে আটকা পড়ে। এতে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত হাসি বেগম দুর্ঘটনা বুঝতে পেরে দুই বছরের কোলের শিশু হাবিবকে কোল থেকে ছুড়ে ফেলে দেয়। এতে হাবিব আহত হলেও প্রাণে বেঁচে যায়।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩