আজ || রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
শিরোনাম :
  টাঙ্গাইলে পরম আদরে লালনপালন বন্য সজারু       শতাব্দি পেরনো স্বর্ণজয়ী মানুষ ‘প্রফেসর মোয়াজ্জেম হোসেন’       অবশেষে গোপালপুরে বিরল রোগে আক্রান্ত পরিবার সুচিকিৎসা পাচ্ছেন       গোপালপুর-ভূঞাপুর যমুনা চরাঞ্চল এখন মাদক আর দুস্কৃতকারিদের অভয়ারণ্য       গোপালপুরে কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করতে কৃষক সমাবেশ       খোরশেদুজ্জামান মন্টুকে এলাকাবাসি উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে দেখতে চান       গোপালপুর উপজেলা পরিষদ স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা       গোপালপুরে কুরতুবী মাদ্রাসার উদ্ধোধন       সালাম পিন্টুর মুক্তির আনন্দে গোপালপুরে মোটরসাইকেল র‍্যালি       গোপালপুরে জাসাস এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত    
 


জাতীয় ঐক্যের ডাক

সুস্থ রাজনীতি, দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত সমাজ এবং সমৃদ্ধ অর্থনীতি—এই তিন দফার ভিত্তিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও ড. কামাল হোসেন। তাঁরা দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যের মঞ্চে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন।
আজ রোববার রাজধানীর র‌্যাডিসন হোটেলে এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন দূতাবাসের কুটনীতিকেরা উপস্থিত ছিলেন।
দু্ই নেতা জানান, আগামী জানুয়ারির মধ্যে ঐক্যবদ্ধ নাগরিকদের নিয়ে ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। তাঁরা সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনঃপ্রবর্তনের দাবি জানান।
‘অগ্রসরমাণ সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশা’ শীর্ষক এই ঘোষণা অনুষ্ঠানে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘দেশকে রক্ষা করতে হলে সুস্থ রাজনীতি, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ এবং সমৃদ্ধ অর্থনীতির দরকার। কিন্তু বর্তমানে দেশের অর্থনীতি বিপর্যস্ত। সমাজের চিত্র পরিষ্কার হয়েছে কক্সবাজারের রামুর বৌদ্ধ বসতিতে হামলার মধ্য দিয়ে। আর রাজনীতির নিয়ন্ত্রক এখন ব্যবসায়ীরা। সাংসদেরা তাঁদের পদকে টাকা আয়ের মাধ্যম হিসেবে মনে করেন।’
বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘দেশের রাজনীতি রুগণ হয়ে পড়েছে। এ জন্য ট্যাবলেট, ইনজেকশন নাকি সার্জারির প্রয়োজন, তা দেশের জনগণকে বুঝতে হবে।’
তিন দফার ভিত্তিতে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বদরুদ্দোজা চৌধুরী বলেন, এই ঐক্যের রাজনীতি হবে দুর্নীতি, সন্ত্রাস ও গুমের বিরুদ্ধে। শপথের পদ্ধতি পরিবর্তনের দাবি জানিয়ে বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘বিদেশে বাইবেলে হাত দিয়ে শপথ পড়ানো হয়। এ দেশের মানুষ ধর্মভীরু। তাই ধর্মগ্রন্থে হাত রেখে শপথের বিধান রাখা হয়নি। এখন মনে হচ্ছে, এ অবস্থার পরিবর্তন দরকার। কোরআন-গীতায় হাত রেখে শপথের বিধান চালু করতে হবে। বলতে হবে “আমি দুর্নীতি করব না”।’

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!