নিজস্ব সংবাদদাতা :
টাঙ্গাইলের গোপালপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে আজ সোমবার পাকহানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
সকালে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভার মধ্যে দিয়ে শেষ হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল গোপালপুর শাখার কমান্ডার মো. আব্দুস সোবহান তুলা’র সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন যুদ্ধকালীন কোম্পানী কমান্ডার এডভোকেট কে এম আব্দুস সালাম, সাবেক থানা কমান্ডার আব্দুল কাদের তালুকদার, যুদ্ধকালীন প্লাটুন কমান্ডার তোরাপ আলী শিকদার, মুক্তিযোদ্ধা সমরেন্দ্র নাথ সরকার প্রমুখ।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩