ওয়ানডে সিরিজ জিতার পর T20 খেলতে আজ আবার মাঠে নামছে টাইগাররা।
বাংলাদেশ দল (সম্ভাব্য) : মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, আব্দুর রাজ্জাক, মমিনুল হক, জহিরুল ইসলাম, নাসির হোসেন, মোহাম্মদ ইলিয়াস সানি, রুবেল হোসেন, মাশরাফি বিন মর্তুজা, সোহাগ গাজী, জিয়াউর রহমান এবং শফিউল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ দল (সম্ভাব্য) : ড্যারেন সামি (অধিনায়ক), কাইরন পোলার্ড (সহ-অধিনায়ক), ড্যারেন ব্রাভো, ক্রিস গেইল, জেসন হোল্ডার, সুনীল নারাইন, ভিরাসামি পেরমল, কাইরন পাওয়েল, রবি রামপল, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, লেন্ডন সিমন্স, ডোয়াইন স্মিথ, ডেভন থমাস এবং টিনো বেস্ট।