এম এ সালাম
বঙ্গবন্ধু তুমি গরীবের বন্ধু
তুমি ধনীর গর্ব-ধন,
বঙ্গবন্ধু তুমি মোদের
ভালোবাসার প্রান।
বঙ্গবন্ধু তুমি কৃষাণের শস্য মাল,
বঙ্গবন্ধু তুমি খেয়ারতীর শক্ত হাল।
বঙ্গবন্ধু তুমি গণ মানুষের গান
বঙ্গবন্ধু তুমি বাংলাদেশের প্রান।
বঙ্গবন্ধু তুমি স্বাধীনতার গৌরব,
বঙ্গবন্ধু তুমি বাংলার মানুষের সৌরভ।
বঙ্গবন্ধু তুমি সোনার চেয়ে খাঁটি,
বঙ্গবন্ধু তুমি বাংলার চির-জীবিত মাটি।
বঙ্গবন্ধু তুমি মোদের মায়ের আচঁলের কোল।
বঙ্গবন্ধু তুমি কাঁদছ কেন?
চোখে তোমার জল।
বঙ্গবন্ধু তুমি হাসঁবে,
বাংলার ছেলেরা স্বাধীনতার পতাকা তুলবে
গাইবে বাংলার গণমানুষের গান।
বঙ্গবন্ধু তুমি হলে জাতির পিতা
শেখ মুজিবর রহমান।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩