আজ || শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে সবজি বীজ বিতরণ       প্রয়াত শিক্ষক অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীর স্মরণ সভা       গোপালপুরে যমুনার চরাঞ্চলে শিশুদের মাঝে পোশাক ও জুতা বিতরণ       গোপালপুর সরকারি কলেজ পরিদর্শন করলেন মাউশি পরিচালক       চালকের গাফিলতিতে ঝিনাই নদীতে পর্যটকবাহী মাইক্রোবাস       গোপালপুরে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভা       “জামালপুর এক্সপ্রেস” দিক পরিবর্তন, একটি জনপ্রিয় ট্রেনের মৃত্যু       গোপালপুরে কৃষি ব্যাংকের আয়োজনে ‘তারুণ্যের উৎসব’ অনুষ্ঠিত       গোপালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন       ‘হিংসা বিভেদ ভুলে সকলকে একতাবদ্ধ থাকতে হবে’ -আব্দুস সালাম পিন্টু    
 


মিশরে রাজনৈতিক দলগুলোকে সেনা হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্কঃ মিশরের সেনাবাহিনী দেশের বিবদমান রাজনৈতিক শক্তিগুলোকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, আলোচনার মাধ্যমে তারা যদি নিজেদের মতবিরোধ দূর করতে না-পারেন তাহলে তার পরিণাম হবে মারাত্মক।

সেনাবাহিনীর একজন মুখপাত্র বিবৃতি দিয়ে বলেছেন, মিশরকে যদি তাঁর ভাষায় একটা ‘অন্ধকার সুড়ঙ্গে’র দিকে টেনে নিয়ে যাওয়া হয়, তাহলে সেনাবাহিনী নীরব দর্শক হয়ে থাকবে না আর তারা সেটা হতেও দেবে না।

মিশরে ক্ষমতাসীন মুসলিম ব্রাদারহুড আর প্রতিপক্ষ বিরোধী জোটের মধ্যে গত কয়েকদিন ধরে যে সংঘাত চলছে, সেই সঙ্কটে এই প্রথম সামরিক বাহিনীর পক্ষ থেকে নিজেদের মতামত প্রকাশ করা হল।

যদিও এর আগেই তারা কায়রোতে প্রেসিডেন্ট মরসির প্রাসাদের বাইরে ট্যাঙ্ক পাঠিয়েছিল, সেই ট্যাঙ্ক এখনও সেখানে মোতায়েন রয়েছে।

তবে আজ যে ভাষায় সেনাবাহিনী তাদের বিবৃতি দিয়েছে, তার পর পরই এই আশঙ্কা ছড়িয়ে পড়েছে যে তারা হয়তো পরিস্থিতিতে হস্তক্ষেপ করে নিজেদের হাতে ক্ষমতা তুলে নিতে পারে।

এর আগে প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতনের পরও সেনাবাহিনী ঠিক একই জিনিস করেছিল।

তবে বিবৃতি জারির পরই সেনাবাহিনীর ঘনিষ্ঠ সূত্রগুলো জোর দিয়ে বলেছে যে এখনই তাদের ক্ষমতা হাতে তুলে নেওয়ার কোনও অভিপ্রায় নেই।

এমন কী, শাসক মুসলিম ব্রাদারহুডের শীর্ষস্থানীয় এক কর্মকর্তাও সেনা-বিবৃতিকে স্বাগত জানিয়েছেন – তিনি এটিকে ভারসাম্যযুক্ত ও নিরপেক্ষ বিবৃতি বলেও বর্ণনা করেছেন।

তবে সরকারি সংবাদমাধ্যমে ইতিমধ্যেই রিপোর্ট করা হয়েছে যে প্রেসিডেন্ট মরসি সেনাবাহিনীর হাতে নতুন ক্ষমতা তুলে দিতে চলেছেন – যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও আইন-শৃঙ্খলা রক্ষায় তারা পুলিশকে সহায়তা করতে পারে!

[বাংলাদেশ টাইমস। সুত্র- বিবিসি নিইউজ/ছবি- ইন্টারনেট]

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!