নিজস্ব সংবাদদাতা :
তথ্য মন্ত্রনালয় ও গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৪ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ে তথ্য অধিকার বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গোপালপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. মাসূমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার।
উপজেলা কৃষি কর্মকর্তা মো: শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার হোসেন, গোপালপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, গোপালপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম, কমিশনারের একান্ত সচিব মোদাচ্ছিরুল ইসলাম ও গোপালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তি, সাংবাদিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধি অংশ নেন।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩