নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের গোপালপুরে জ্বীন ছাড়াতে মেয়ের হাতে মা খুন হওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ঘাতক মেয়েকে আটক ও লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার উদ্যমপুরবর্ণী গ্রামে।
গোপালপুর থানার ওসি জহিরুল ইসলাম জানান, উপজেলার বেলুয়া গ্রামের আবদুস সাত্তারের মেয়ে শামছুন নাহারকে দেড়যুগ আগে উপজেলার হেমনগর ইউনিয়নের উদ্যমপুর বর্ণী গ্রামের লিয়াকত আলির কাছে বিয়ে দেয়া হয়। সম্প্রতি সে জ্বীনদ্বারা আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে মা ফিরোজা বেগম (৫৫) মেয়ের জ্বীন ছাড়াতে মেয়ের বাড়িতে যায়। শুক্রবার রাতে শামছুন নাহার হঠাৎ করেই মায়ের উপর চড়াও হয়ে মাকে আক্রমন করে। এসময় মেয়ে শামছুন নাহার ফিরোজা বেগমের ডান কান কামড়ে ছিড়ে ফেলে, দু গালে কামড়ে দিয়ে শ্বাসরোধ করে মাকে হত্যা করে।
খবর পেয়ে গোপালপুর থানার এসআই তোফাজ্জল হোসেনের নেতৃত্বে গোপালপুর থানা পুলিশের একটিদল ঘাতক মেয়েকে আটক করে ও নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এঘটনায় নিহতের ছেলে ফরহাদ আলি বাদি হয়ে একজনকে আসামী করে গোপালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নং-০৪।
লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ ও ঘাতক মেয়েকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩