নিজস্ব সংবাদদাতা :
‘জেগেছে যুব জেগেছে দেশ, লক্ষ্য ২০৪১-এ উন্নত বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল রবিবার বর্ণাঢ্য র্যালি, যুব ঋনের চেক বিতরন, প্রশিক্ষণ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ১১টায় একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ, ১৬ যুবকের মধ্যে ৪ লক্ষ ৭৮ হাজার টাকার যুব ঋনের চেক বিতরন, হাঁস মুরগী পালন ও কাঠমিস্ত্রী প্রশিক্ষণ উদ্বোধন এবং উপজেলা পরিষদ মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসূমুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শফিকুর রহমান, যুব উন্নয়ন অফিসার ইসমাইল হোসেন প্রমুখ।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩