নিজস্ব প্রতিবেদক :
চাষী পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও পেঁয়াজ বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের ব্যবস্থাপনায় আজ বুধবার কৃষি অফিস প্রাঙ্গণে প্রদর্শনী প্লটের ২০জন কৃষককে উচ্চ ফলনশীল সরিষা, মসুর ও খেসারির বীজ এবং সার বিতরণ করা হয়।
এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ শফিকুর রহমান, সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার বীরমুক্তিযোদ্ধা মো. হায়দর আলী, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. সেকান্দর আলী, ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি) গোপালপুর শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. আজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আবদুল হালিমসহ বিভিন্ন ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা ও প্রদশর্নী কৃষকগণ এসময় উপস্থিত ছিলেন।
এসময় উপজেলার বিভিন্ন গ্রামের ১৫ জন কৃষকে প্রতি ৫০শতাংশ বারি সরিষা-১৪ জাতের প্লট প্রদর্শনী জমির জন্য ২ কেজি বীজ ও ইউরিয়া ৩০ কেজি, টিএসপি ২ কেজি, এমওপি ১৬ কেজি, জিপসাম ১৫ কেজি, জিংঙ্ক কেজি, বোরণ এক কেজি এবং ম্যাগনেসিয়াম এক কেজি হারে এবং ৫০ শতাংশ প্লটের ৫টি মুসর ডাল প্রদশর্নী প্লটের কৃষককে ৫ কেজি বারি ৬জাতের ডাল বীজ ও ৫টি খেসারি ডাল প্রদর্শনী কৃষককে ৮কেজি খেসারির ডাল বীজসহ উভয় জাতের ডাল প্রদর্শনীর কৃষকদের সাড়ে ৭কেজি ইউরিয়া, ২০কেজি টিএসপি এবং ১০কেজি এমওপি সার, জিপসাম ৩ কেজি, জিংঙ্ক আধা কেজি, বোরণ এক কেজি ও ম্যাগনেশিয়াম এক কেজি হারে প্রদান করা হয় বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩