নিজস্ব সংবাদদাতা :
টাঙ্গাইলের গোপালপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী উপজেলা হাজী কল্যাণ পরিষদের সদস্য মো. আলহাজ্ব বন্দে আলী মিয়া (৬৫) আর নেই। তিনি হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গতকাল বৃহস্পতিবার বিকে ৫.৩০ ঘটিকায় পৌরশহরের কোনাবাড়িস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.....রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় গোপালপুর আলিয়া মাদরাসা মাঠে ১ম জানাজা এবং তাঁর গ্রামের বাড়ি উপজেলা চরের ভিটা গ্রামে সাড়ে ১০টায় ২য় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
তার মৃত্যুতে গোপালপুর শিল্প ও বণিক সমিতি, উপজেলা হাজী কল্যাণ পরিষদ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩