নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসেবে ট্রাস্ট আইন (২২/ঘ) বাতিল করা ও চাকুরী জাতীয় করণের দাবিতে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের গোপালপুরে ২২ সেপ্টেম্বর মঙ্গলবার কালো ব্যাচ লাগিয়ে ১ঘন্টা কর্মবিরতী পালন করে উপজেলার বিভিন্ন ক্লিনিকে কর্মরত ২৯জন সিএইচসিপি।
সংগঠনের গোপালপুর শাখার সভাপতি সঙ্গীতা হোড় জানান, সারা দেশে কর্মরত প্রায় ১৪ হাজার সিএইচসিপির প্রাণের দাবী ট্রাস্ট আইন বাতিল ও চাকুরী জাতীয় করণের দাবিতে আজ মঙ্গলবার ৯টা হতে ১০টা পর্যন্ত এক ঘন্টার কর্মবিরতী পালন শেষে যথারীতি সেবা প্রদান করা হয়েছে।
এর আগে গত ১৮সেপ্টেম্বর রোজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন, ২১ সেপ্টেম্বর বেলা ২টায় একযোগে প্রতিটি জেলার জেলা প্রশাসক ও সিভিল সার্জনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারক লিপি প্রদান করা হয়।
আগামী ২৭তারিখে সিভিল সার্জন অফিস ঘেরাও কর্মসূচী রাখা হয়েছে। এর পরও দাবী আদায় না হলে কমিউনিটি ক্লিনিক বন্ধসহ কঠোর কর্মসূচী দেয়া হবে তিনি জানান।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩