নিজস্ব সংবাদদাতা :
টাঙ্গাইলের গোপালপুরে যমুনা নদীর ভয়াবহ ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ মন্ত্রনালয়ের অধীনে গোপালপুর উপজেলা প্রশাসনের মাধ্যমে আজ শনিবার সোনামুই বাজারে বন্যা কবলিত এলাকা পশ্চিম শাখারিয়া, ভরুয়া, সোনামুই এলাকার ক্ষতিগ্রস্থদের মাঝে চাল ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
উক্ত চাল ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুব হোসেন, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা অচিন্ত কুমার সেন, গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান খায়রুল ইসলাম, স্থানীয় মেম্বার আয়নাল হোসেন প্রমুখ।
এসময় ক্ষতিগ্রস্থ ৮০০ পরিবারের মাঝে ২৫ কেজি করে চাল প্রদান করা হয়।
উল্লেখ্য, যমুনার নজীরবিহীন ভাঙ্গনে গত বছর হারিয়ে গেছে গোপালপুরের মানচিত্র থেকে শতাব্দী প্রাচীন ৪টি জনপদ।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩